17 June, 2024

BY- Aajtak Bangla

এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা, জাস্ট করুন এই ৫ কাজ

বাংলায় কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি। দুপুর গড়াতেই প্রচণ্ড গরম। 

অনেকের ঘরেই এসি নেই। আর ফ্যানের হাওয়া গরম। কীভাবে ঘর ঠান্ডা রাখবেন

ঘর ঠান্ডা রাখা জন্য কয়েকটি ফান্ডা আছে। রইল সেই সব টিপস 

ঘরের জানলায় অনেক সময়েই হালকা রঙের পাতলা পর্দা দেবেন না। 

ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা দরকার। মাদুরের পর্দাও দিতে পারেন। ঘর ঠান্ডা থাকবে। দুপুর থেকেই বাড়ির জানলা বন্ধ করে দেবেন।

বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। সব জানলা, দরজা খুলে দিন। ঘরে হাওয়া-বাতাস ঢোকে। 

সিলিং ফ্যান ঘুরলে হাওয়া গরম হয়ে উঠছে। এজন্য সিলিং ফ্যান পরিষ্কার করুন।  ভালো করে ধুলো-ময়লা সাফ করে দিন।

সিলিং ফ্যান ভালো করে অয়েলিং করুন। মিস্ত্রি ঢেকে সারিয়ে ফেলুন। ফ্যানের গতি বাড়বে।

ঘরে তুলসী, পিস লিলি, মানি প্ল্যান্ট, আরেকা গাছ ও স্নেকস প্ল্যান্ট রাখুন। ঘর থাকবে ঠান্ডা। 

এছাড়া ঘরের একটা দিকে বরফ রেখে ফ্যান চালিয়ে দিন। ঘর থাকবে ঠান্ডা।