16 April, 2024
BY- Aajtak Bangla
অনেক চেষ্টার পরও আর্থিক উন্নতি হচ্ছে না। লক্ষ্মী আসছে না ঘরে। পছন্দের চাকরিও নেই।
বাস্তুদোষের কারণেই জীবনে উন্নতি হয় না। জ্যোতিষশাস্ত্রে এর প্রতিকার দেওয়া হয়েছে।
এমন শুভ জিনিস রয়েছে যা দূর করে আর্থিক অনটন। রাতে বালিশের নীচে রেখে ঘুমোন।
এই ৭ জিনিস বালিশে রাখলে ঘুমোনোর সময় মাথায় রাখলে সৌভাগ্য নিশ্চিত।
ময়ুর পালক- ঘুমানোর সময় বালিশে নীচে ময়ূরের পালক রাখলে অর্থের অভাব দূর হয়। কাটবে আর্থিক সমস্যা। অর্থ ক্ষতি থেকে মুক্তি পাবেন।
এক টাকার কয়েন- রোগ-ব্যাধি থেকে মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে রোগে ভুগলে মুক্তি মেলে। টাকার অভাব দূর হয়।
রসুন- বালিশের নীচে রসুনের কোয়া রাখলে নেতিবাচক শক্তি চলে যায়। ভালো ঘুম হয়। জীবনে উদ্যমী থাকবেন।
বালিশে হলুদের গুঁড়ো রাখলে চাকরির যোগ তৈরি হয়। দূর হয় ধন-সম্পদের অভাব। চাকরিতে সাফল্য পাবেন।
তুলসী-ঘুমোনোর সময় তুলসী বালিশের নীচে রাখলে ঘুমন্ত ভাগ্য জাগে। নেতিবাচক শক্তি দূর হয়।
এলাচ- তুলসীর সঙ্গে এলাচ রাখুন বালিশের নীচে। জীবনে ইতিবাচক শক্তি আসবে। শীঘ্রই সুখবর পাবেন।