BY- Aajtak Bangla
12 May, 2024
মহান বিদ্যান চাণক্য জীবনের এমন এমন কিছু কথা বলে গিয়েছেন, যেটাকে অনুরণ করলে আপনি সফল হবেন।
চাণক্য নীতি অনুসারে, নিজের শত্রুকে সবসময় নেতিবাচক নজরে দেখবেন না।
বরং শত্রুর থেকে শিখুন, তাতে সেই শত্রুই আপনার সফলতার সিঁড়ি হতে পারে।
চাণক্য নীতি অনুসারে, কিছু শত্রুদের সবসময় নিজের কাছে রেখে দিতে হয়, কারণ কিছু শত্রু আপনাকে অনেক কিছু শিখিয়েও দেয়।
চাণক্য নীতি বলছে কীভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করবেন, তার থেকে সতর্ক থাকবেন, শত্রুর থেকে কী শিখবেন এবং সেটা নিজের সফলতার কাজে কীভাবে লাগাবেন।
চ্যালেঞ্জের মুখে ফেলা শত্রু সর্বদা আমাদের উন্নতি করতে, আত্মনির্ভরশীল হতে এবং আমাদের কৌশল উন্নত করতে অনুপ্রাণিত করে।
যে শত্রু আমাদের ভুল-ত্রুটি ধরে, তাঁরা আমাদের ভুল থেকে শিক্ষা ও সেটাকে শুধরানোর সুযোগ করে দেয়।
যে শত্রু আমাদের দুর্বলতার খোঁজ রাখে তাঁরা আমাদের সেগুলো ঠিক করতে সহায়তা করে। এর সঙ্গে আমাদের দৃঢ় করতে সাহায্য করে।
চাণক্য নীতি বলছে যে এমন শত্রুকে সর্বদা কাছে রাখুন যাঁরা আপনাকে চ্যালেঞ্জ দেয়, আপনার ভুল-ত্রুটি ধরে আর আপনার দুর্বলতাকে তুলে ধরে।
এরকম শত্রু আপনাকে সফলতার জন্য সহায়তা করে। তাই শত্রুকে ঘৃণা না করে তাঁর থেকে শেখার চেষ্টা করুন।