25 January 2025

BY- Aajtak Bangla

পুত্র সন্তানের এই নামগুলি খুব শুভ, ঈশ্বরের নজর থাকে সবসময়

সন্তানের জন্মের পর তার কী নাম রাখা হবে, এই নিয়ে অনেকেই মাথা ঘামান।  

তবে এই ৮টি নাম যদি রাখেন পুত্রসন্তানের, তা হলে ভগবানের আশীর্বাদ সঙ্গে থাকবে। 

অমিষ, এই নামটি বেশ অভিনব। এর মানে ঈশ্বরের উপহার।

পুত্রসন্তানের নাম রাখতে পারেন আশাস্য। এই শব্দেরও মানে ঈশ্বরের উপহার।

আয়ান শব্দের অর্থও ঈশ্বরের উপহার। শিশুপুত্রের এই নামও রাখতে পারেন।

আয়াংশ নামটিও ভাল। পুত্রসন্তানের এই নাম রাখাও শুভ বলে মনে করা হয়। 

ছেলের নাম রাখতে পারেন আশীর্বাদ।  

দৈবিক শব্দের মানে, দেবতার শক্তি বোঝায়। পুত্র সন্তানের জন্য এই নামও ভাল।

 দেবদান শব্দের অর্থ দেবতার দান। ছেলের এই নামও রাখতে পারেন। 

পুত্রসন্তানের নাম রাখতে পারেন দেবদত্ত। এই নামটিও শুভ।