BY- Aajtak Bangla
11 September 2024
প্রত্যেকের বাড়িতেই বাথরুম রয়েছে। আমাদের জীবনে চলার পথে বাথরুম গুরুত্বপূর্ণ।
বাথরুমে শৌচকর্মের পাশাপাশি স্নানও করি আমরা।
বাস্তু মতে,বাথরুমের ক্ষেত্রেও কিছু টোটকা মেনে চললে জীবন সুখে ভরপুর হয়।
বাস্তু মতে, বাথরুম সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত। আর তা হলেই ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে।
অনেকেই বাথরুমে গাছ রাখেন। বাস্তু মতে, বাথরুমে গাছ রাখা শুভ। .
তবে গাছের পাশাপাশি রান্নাঘরের এই মশলা বাথরুমে রাখলেই টাকা আসবে।
বাস্তু মতে, লবঙ্গ, দারচিনি, এলাচ কাচের বাটিতে করে বাথরুমে রাখুন। এতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে।
বাথরমে এই মশলা রাখলে কখনও টাকার অভাব হবে না।