BY- Aajtak Bangla

গরম শুষে নেয় এই ৪ গাছ, ঘরে রাখলেই এসির মতো ঠান্ডা

21  APRIL, 2025

গরমে চড়া রোদের তাপে ঘরে থাকা দায়। ফ্যান চালালেও ভ্যাপসা গরম থাকে। 

গরম

তাই তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই এসির উপর ভরসা রাখেন।

AC

তবে সকলের তো আর এসি কেনার সামর্থ্য থাকে না। আবার এসি চালালে বিদ্যুতের বিলও বেশি হয়।

এসিতে সমস্যা

কিন্তু ঘরে এই ৪ গাছ রেখে দিলে প্রাকৃতিক ভাবেই ঘর ঠান্ডা থাকবে। এসি লাগবে না।

৪ গাছ

ঘরে রাখুন অ্যালোভেরা গাছ। এই গাছ বাতাস পরিশুদ্ধ করে। ঘর অনেক ঠান্ডা থাকে। 

অ্যালোভেরা

ঘরে রাখতে পারেন স্নেক প্ল্যান্ট। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন দেয় এই গাছ।

স্নেক প্ল্যান্ট

ঘরে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা রাখে এরিকা পাম।

এরিকা পাম

ঘরে রাখতে পারেন পিস লিলি। এই গাছ ঘরের বাতাস বিশুদ্ধ রাখে। ঘর ঠান্ডা রাখে।

পিস লিলি