2 JULY 2025
BY- Aajtak Bangla
আপনার কি প্রমোশন আটকে রয়েছে? এই একটি গাছ কিন্তু ভাগ্য ফেরাতে পারে।
চোখের সামনে একটু সবুজ গাছ দেখলে কার না মন ভাল লাগে। কোন গাছ রাখা শুভ?
কেউ কেউ অফিসের ডেস্কে গাছ সাজান। প্রোমোশনের জন্য অফিসে কোন গাছ রাখা শুভ?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, অফিসের ডেস্কে কয়েকটি বিশেষ গাছ রাখলে কর্মজীবনের উন্নতির পাশাপাশি প্রোমোশনের সম্ভাবনা বাড়ে।
বাস্তুশাস্ত্র মতে, বাঁশ গাছ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। এই গাছ পজিটিভ এনার্জি নিয়ে আসে।
লাকি বাম্বুর পাশাপাশি অফিসের ডেস্কে রাখতে পারেন মানি প্ল্যান্ট। উত্তর বা পূর্বদিকে রাখতে পারেন এই গাছ।
ক্যাকটাস, কাঁটাজাতীয় এবং কোনও বোনসাই গাছ অফিসের ডেস্কে রাখা চলবে না।
মাথায় রাখতে হবে অফিসের ডেস্কের গাছ যদি শুকিয়ে যায়, তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।