BY- Aajtak Bangla
30 September 2024
অনেকের বাড়িতেই আরশোলার উৎপাত থাকে। চারদিকে আরশোলা ঘুরে বেড়ায়। ।
আরশোলা ঘরে থাকলে সমস্যা হয়। এমনকী, জীবাণুর সংক্রমণ হতে পারে। ফলে শরীর খারাপ হতে পারে।
ঘর থেকে আরশোলা তাড়াতে অনেকেই বাজার থেকে বিভিন্ন স্প্রে কেনেন। ।
তবে সেই সব স্প্রে আরশোলা তাড়াতে খুব একটা কার্যকরী হয় না। আবার তা খরচসাপেক্ষও। ।
ঘরে এই মশলা রেখে দিলে আরশোলা পালাবে। আর কখনও ঘরে ঢুকবে না। ।
বিশেষজ্ঞদের মতে, তেজপাতা আরশোলার যম।
ঘরের আনাচে কানাচে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরশোলা পালাবে।
কারণ, তেজপাতার গন্ধ আরশোলা একদম সহ্য করতে পারে না।
এছাড়া আরশোলা তাড়াতে নিম তেলও ব্যবহার করতে পারেন।