BY- Aajtak Bangla
31 De, 2024
জীবনে উন্নতি হলেই যে সবাইকে ঢাক পিটিয়ে বলতে হবে এমনটা মোটেও নয়। কিছু নিয়ম মেনে চলতেই হবে। তবেই সেই উন্নতি ধরে রাখতে পারবেন।
যদি টাকা-পয়সার প্রাপ্তি হয় তাহলে তা লোককে বলতে যাবেন না। তাতে আপনার উপর সেই ব্যক্তির কুপ্রভাব পড়তে পারে।
আপনার ভালো সবাই দেখতে নাও চাইতে পারে। সেজন্য নিজেকেই সাবধানে থাকতে হবে।
যদি বাড়ির মেয়ে বা ছেলের বিয়ে হয় তাহলে শ্বশুরবাড়ির ঠিকানা আগেভাগে কোনও আত্মীয় বা প্রতিবশীকে দেবেন না।
নিজের স্ত্রী বা পরিবারের কোনও মহিলার সম্পর্কে নিন্দা কখনও করবেন না বাইরের লোকের কাছে।
এতে আপনার নিজেরই ক্ষতি হবে। যাকে বলবেন সে হয়তো সেটা নিয়ে ঠাট্টা করতে পারে।
কখনও কারও সঙ্গে আত্মীয়তা গড়ে উঠলে সেই সম্পর্কে অন্যজনকে বলতে যাবেন না।
গরিবকে কোনও জিনিস দান করলে তা প্রকাশ করবেন না। এতে আপনার ক্ষতি হবে।
স্বামীর বাড়ির কোনও কথা কখনও মহিলাদের নিজের মায়ের বাড়িতে বলতে নেই। এতে অশান্তি বাড়ে।