BY- Aajtak Bangla
15 March, 2025
হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। তুলসী মঞ্জরী মানি ব্যাগ বা আলমারিতে রাখলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
বিশ্বাস করা হয়, মানি ব্যাগে তুলসী মঞ্জরী রাখলে অর্থপ্রাপ্তি সহজ হয় ও ব্যয়ের পথে বাধা সৃষ্টি হয়।
আলমারির ভেতর তুলসী মঞ্জরী রাখলে অর্থ সঞ্চয়ের পথ সুগম হয়, অযথা অর্থ ব্যয় বন্ধ হয়।
তুলসী গাছ শুভ শক্তির বাহক। বাস্তু মতে, এটি নেতিবাচক শক্তি দূর করে ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে।
বৃহস্পতিবার বা একাদশীর দিন তুলসী মঞ্জরী মানি ব্যাগ বা আলমারিতে রাখা বিশেষ শুভ বলে মনে করা হয়।
বিশ্বাস করা হয়, তুলসী মঞ্জরী দারিদ্র্য ও ঋণের বোঝা কমাতে সাহায্য করে। এটি মানসিক চাপও কমায়।
শুকনো তুলসী মঞ্জরী একটি লাল কাপড়ে মুড়িয়ে ব্যাগ বা আলমারিতে রাখতে হবে।
পৌরাণিক মতে, তুলসী মা স্বয়ং লক্ষ্মীর অংশ, তাই এটি ধনসম্পদ বৃদ্ধির প্রতীক।
কখনই নোংরা বা ছেঁড়া মানি ব্যাগে তুলসী মঞ্জরী রাখবেন না, এতে শুভ ফল নাও মিলতে পারে।