6 August, 2024
BY- Aajtak Bangla
অনেকে কুকুর বা বিড়ালের মতো পোষা প্রাণী পছন্দ করে। বাড়িতে রাখে।
একইভাবে অনেকে পাখি ভালোবাসে। পায়রা থেকে ময়না, নানা ধরনের পাখি পোষেন।
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুতে প্রভাব ফেলে পোষা পশু-পাখি।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে তোতাপাখি রাখা খুব শুভ। তোতাপাখি লক্ষ্মীর পাশাপাশি কুবেরের প্রিয়।
সবুজ তোতা সঙ্গে যুক্ত বুধ। যা ঘরে সুখ-সমৃদ্ধি আনে। বুদ্ধি প্রখর হয়। প্রেম বাড়ায়।
ভুলেও একটা তোতা রাখবেন না। জোড়ায় রাখলেই ফল মেলে। বাড়িতে জোড়া তোতার ছবিও রাখতে পারেন।
জোড়া তোতার মধ্যে প্রেম ঘরের পরিবেশ ইতিবাচক রাখবে। তেমনই দাম্পত্য সুখ বাড়ে।
পূর্ব বা উত্তর দিকে রাখুন জোড়া তোতা। ধন-সম্পদ দিয়ে আশিস করেন কুবের। প্রসন্ন হন লক্ষ্মী।
বাস্তুর ত্রুটি দূর করে না, অকাল মৃত্যুর ঝুঁকিও কমায় জোড়া তোতা। সৌভাগ্য আনে।
তোতা রাখলে বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয়। বাড়ায় বুদ্ধি।