BY- Aajtak Bangla

ফ্রিজে স্টিলের পাত্রে খাবার রাখলে এসব হয়, জেনে রাখুন

5 November 2024

এখন অনেকের বাড়িতেই ফ্রিজ রয়েছে। ফ্রিজ ছাড়া জীবন যেন অসম্পূর্ণ।

ফ্রিজে আমরা নানা খাবার, শাকসবজি রাখি। অনেকে মাছ, মাংসও রেখে দেন। 

ফ্রিজে শাকসবজি, মাছ রাখলে তা সতেজ থাকে।

 আমরা সাধারণত কোনও পাত্রে খাবার বা শাকসবজি রাখি ফ্রিজে। .

ফ্রিজ ব্যবহারের ফলে তার প্রভাব পড়ে বিদ্যুতের বিলে।

বিশেষজ্ঞদের মতে , বিশেষ এই পাত্রে খাবার ফ্রিজে রাখলে বিদ্যুতের বিল কম আসবে।

স্টিলের পাত্রে অনেকে ফ্রিজে খাবার রাখেন। তবে স্টিলের পাত্রে খাবার রাখলে বিদ্যুতের বিল বেশি আসবে।  

তার বদলে প্লাস্টিক বা ফাইবারের পাত্রে ফ্রিজে খাবার রাখলে বিদ্যুতের বিল কম আসতে পারে। ট্রাই করে দেখুন।