BY- Aajtak Bangla

এই প্রাণীর ছবি ঘরে রাখলেই সুখ-উন্নতি হবে রাতারাতি, জানুন টোটকা

24 APRIL, 2025

আমরা সকলেই প্রায় ঘরের দেওয়ালে নানা ধরনের ছবি রাখি।

ছবি

বাস্তু মতে, নির্দিষ্ট কিছু ছবি ঘরের দেওয়ালে টাঙালে উন্নতি হয়।

দেওয়ালে ছবি

বাস্তু মতে, ঘোড়ার ছবি ঘরে রাখা খুব শুভ।

ঘোড়ার ছবি

বাস্তুশাস্ত্র মতে, ঘরে সাদা ঘোড়ার ছবি রাখলে ইতিবাচক শক্তি প্রবেশ করে।

সাদা ঘোড়া

ঘরে সাদা ঘোড়া দৌড়ে আসছে, এমন ছবি রাখলে উন্নতি হবেই। . .

উন্নতি

ঘরে একটি ফ্রেমে ৭টা ঘোড়ার ছবি রাখলে শুভ ফল পাওয়া যায়। . .

৭ ঘোড়া

বাড়ির পূর্ব দিকের দেওয়ালে সাদা ঘোড়ার ছবি টাঙালে কেরিয়ারে উন্নতি হয়।

কেরিয়ারে উন্নতি

ঘরে সাদা ঘোড়ার ছবি রাখলে সংসার সুখের হয়।

সুখের সংসার