BY- Aajtak Bangla

বাথরুমে কোন রঙের বালতি রাখা শুভ, সকলেই যে ভুল করেন

10 APRIL, 2025

বাথরুমে আমরা অনেকেই বালতি রাখি। স্নান করার জন্য বা কাপড় পরিষ্কার জন্য বালতি লাগেই।

বালতি

বাজারে বিভিন্ন রঙের বালতি পাওয়া যায়। বাথরমে অনেকেই নানা রঙের বালতি রাখেন।

নানা রঙের বালতি

তবে বাস্তু মতে, বাথরুমে এই রঙের বালতি ভুলেও রাখবেন না। রাখলেই সর্বনাশ হবে। কোন রঙের বালতি রাখা শুভ, জানুন...

কোন রং শুভ

বাস্তু মতে, বাথরুমে গাঢ় রঙের বালতি-মগ রাখবেন না। এতে বাস্তু দোষ হয়।

বাস্তু দোষ

বাথরুমে লাল রঙের বালতি রাখলে আর্থিক অবস্থার অবনতি হত পারে।

অর্থকষ্ট

বাথরুমে লাল বা কালো রঙের বালতি রাখলে স্বাস্থ্যের অবনতি হয়।

স্বাস্থ্যের অবনতি

বাথরুমে নীল রঙের বালতি রাখলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

নীল রং

বাস্তু মতে, বাথরুমে নীল রঙের বালতি রাখা খুবই শুভ। এতে বাস্তুদোষ কেটে যায়।

শুভ