07 NOVEMBER 2024

BY- Aajtak Bangla

খিচুড়ি খেলে শরীর দেখাবে এই খেলা, সপ্তাহে কতদিন খেলে?

বাইরে বৃষ্টি হলে, পুজোর সময় আর শীতে গা গরম করতে খিচুড়ি খেতে কার না মন চায়!

বেশিরভাগ মানুষের বাড়িতে বিশেষ বিশেষ দিনে খিচুড়ি বানান।

তবে এই খিচুড়ির উপকার জানলে এবার ঘন ঘন খাবেন, কারণ এর প্রচুর উপকারিতা।

খিচুড়িতে রয়েছে চাল, ডাল, সবজি, মশলা। এর জন্য আলাদা করে অন্য কোনও রান্নার প্রয়োজন পড়ে না।

খিচুড়ি পুরোপরি পুষ্টিযুক্ত খাবার। খিচুড়ি সহজপাচ্য। আবার অনেকক্ষণ পেটে থাকে।

খিচুড়ি গ্লুটেনমুক্ত। আয়ুর্বেদে একে 'ডিটক্স ফুড' বলা হয়। 

খিচড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন এবং আরও অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। 

ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা দূর করা এবং আলগা গতি কমানো সহ খিচুড়ির অগণিত উপকারিতা রয়েছে। 

তাই রোগা হতে চাইলে সপ্তাহে ২-৩ দিন খিচুড়ি খান। উপকার পাবেন।