07 August, 2024
BY- Aajtak Bangla
ঘরে বানানো এই ফেসপ্যাকেই সুন্দর হয়েছে কিয়ারা আদবানি, শিখে নিন
ঘরে তৈরি ৩ ফেসপ্যাক-ই নাকি কিয়ারার ঝলমলে ত্বকের রহস্য।
কাঠবাদাম দিয়ে তৈরি তিনধরনের ফেসপ্যাক ছাড়া ত্বকে নাকি আর বিশেষ কিছু ব্যবহার করেন না তিনি।
বলিউডে সুন্দরী নায়িকাদের ভিড়। সেই ভিড়ে আলাদা করে নজরকাড়েন কিয়ারা।
কিয়ারা ত্বকের যত্ন নেন বরাবরই। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রসাধনী নয়, বরং ঘরোয়া টোটকায় ভরসা রাখেন তিনি।
২ টেবিল চামচ দুধের মধ্যে ১ টেবিল চামচ কাঠাবাদাম গুঁড়ো এবং ১ টেবিল চামচ বেসন ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন।
চাইলে সামান্য গোলাপ জলও দিতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট রেখে উষ্ণ জলে ধুয়ে ফেললেই ত্বক হয়ে উঠবে।
১ টেবিল চামচ টোম্যাটো বাটার সঙ্গে ১ টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো, ১ চা চামচ মধু মিশিয়ে মুখে মেখে রাখুন আধ ঘণ্টা। তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
ময়েশ্চারাইজ়ার মাখতে ভুলবেন না। ওপেন পোরস, ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে উপকার মিলবে।
ত্বক অতিরিক্ত তেলতেলে হলে ১ টেবিল চামচ কাঠবাদামের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ মূলতানি মাটি। সঙ্গে দুধ বা গোলাপ জল।
এই মিশ্রণ মুখে মেখে রেখে দিন মিনিট দশেক। তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।