BY- Aajtak Bangla

কিডনি বিকল হচ্ছে, এই লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান

 10  May 2025

শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি। তাই কিডনি ভাল রাখা খুবই জরুরি।

কিডনি

কিডনির সমস্যা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে শরীর।

কিডনির সমস্যা

তাই কিডনির স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সতর্ক হওয়া খুবই দরকার।

কিডনির স্বাস্থ্য

শরীরে এসব লক্ষণ দেখা দিলেই বুঝবেন কিডনির সমস্যা হয়েছে... .

লক্ষণ

প্রস্রাব যদি ফেনার মতো হয়, তা হলে বুঝবেন কিডনি কাজ করছে না।

প্রস্রাব

 প্রস্রাবে রক্ত থাকলে বা কালচে রঙের হলে বুঝবেন কিডনিতে সমস্যা হয়েছে।

প্রস্রাবে রক্ত

যদি দেখেন পায়ের পাতা, গোড়ালি বা চোখের চারপাশে ফোলা ভাব, তা হলে তা কিডনির সমস্যার কারণে হতে পারে। 

ফোলা ভাব

অকারণে ক্লান্তিবোধ করলে বুঝবেন যে, কিডনি ভাল নেই। 

ক্লান্তিবোধ

কিডনির সমস্যা গুরুতর হলে শ্বাসকষ্ট হতে পারে।

শ্বাসকষ্ট