13 August, 2023

BY- Aajtak Bangla

কিডনির ময়লা  সাফ ৫ পাতায়, আজীবন জমবে  না পাথর

v

অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে বাড়ছে রোগবালাই।

অল্প বয়সে মানুষ ডায়াবেটিস, থাইরয়েড, খারাপ কোলেস্টেরল এবং কিডনিতে পাথরের সমস্যা!

কিডনি সংক্রান্ত রোগের প্রতিকার করে ৫টি সবুজ পাতা। এতে কিডনির ময়লা একদম পরিষ্কার হয়ে যায়।

কিডনির ময়লা পরিষ্কার করে পুদিনা পাতা। এই পাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন আছে।

পুদিনা পাতা শরীরের পিউরিন ভেঙে ইউরিক বের করে দেয়। কিডনির চাপ কমায়।

পুনর্নভা পাতা শরীরকে ডিটক্সিফাই করে। এই পাতাগুলো শুকিয়ে জলে সেদ্ধ করে পান করুন। কিডনি পরিশোধন হয়।

শিউলি পাতা ভাইরাস মারে। থেঁতো করে খান। কিডনি পরিষ্কার হবে।

কিডনি পরিষ্কার করে তুলসী পাতাও। ভালো করে বেটে খান তুলসী পাতা। 

কিডনি পরিশোধন ও হজমকে উন্নত করতে অব্যর্থ দাওয়াই কালমেঘ। সপ্তাহে একদিন খেলেই ফারাক চোখে পড়বে।