26 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
যেকোনও পরীক্ষায় পাস করার জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। এই উত্তরগুলি জেনে রাখা দরকার।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
ভারতে প্রথম কোথায় ট্রেন চালানো হয়েছিল? - ভারতে প্রথমবারের মতো বরিবন্দর এবং থানের মধ্যে ট্রেন চালানো হয়েছিল।
দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? - দিল্লির লাল কেল্লা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান।
খিদে পেলে খাও, তেষ্টা পেলে পান করা যায়, কী সেই ফল? - এই জিনিসটা নারকেল ছাড়া আর কিছুই নয়।
জল না খেয়ে উট কত দিন বাঁচতে পারে? - উট জল না খেয়ে ৬ মাস বেঁচে থাকতে পারে।
কোন সবজিকে সবজির রানী বলা হয়? - লঙ্কাকে সবজির রানী বলা হয়।