13 September 2023

BY- Aajtak Bangla

চুম্বন খেলে এসব কঠিন রোগ হয়, অনেকেই জানেন না

সঙ্গীর প্রতি ভালবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হল চুম্বন। 

সঙ্গীর সঙ্গে বন্ধনকে শক্তপোক্ত করে চুম্বন। 

চুম্বনের অনেক উপকারিতা রয়েছে। আবার বিপদও রয়েছে। 

চুমু খেলে অনেক রোগও হতে পারে। তাই অসতর্ক ভাবে চুমু খাওয়া উচিত নয়। 

ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা হলে সেই সময় সঙ্গীকে চুম্বন করা ঠিক নয়। 

চুম্বনের মাধ্যমে এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়ায়। যার ফলে মুখে ঘা হয়। 

চুম্বনের ফলে হারপিসের মতো সমস্যা হতে পারে।