12 February, 2025
BY- Aajtak Bangla
ভালোবাসা প্রকাশের মাধ্যম হল চুম্বন। কিন্তু এই নিরীহ চুমুই হয়ে উঠতে পারে বিপজ্জনক।
একাধিক সঙ্গীর সঙ্গে চুমু থেকে ছড়াতে পারে ভয়ঙ্কর। স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, সেটা জেনে নিন।
শ্বাসযন্ত্রের ভাইরাসৃ- পার্টনার সর্দি-কাশি, ফ্লু বা হামের মতো ভাইরাসে আক্রান্ত হলে সংক্রামিত হতে পারেন।
মাড়ির রোগ- গভীর চুমুতে মাড়ি ও দাঁতে ব্যাকটেরিয়া সংক্রামিত হতে পারে। চুমুর আগে-পরে মুখ এবং দাঁত পরিষ্কার দরকার।
গলার ক্যান্সার- গলা বা জিহ্বায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকে। একাধিক সঙ্গীর সঙ্গে চুমুতে গলা ও মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
মেনিনজাইটিস- মেনিনজাইটিস হলে জ্বর, মাথাব্যথা, ঘাড়ে শক্ত হয়ে যায়। চুমুর মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস।
সিফিলিস- একাধিক সঙ্গী থাকা ব্যক্তির চুমু থেকে হতে পারে সিফিলিসের মতো বিপজ্জনক রোগ।
হারপিস- চুমু থেকে ছড়িয়ে পড়তে পারে হারপিস। মুখের চারপাশে ফুসকুড়ির মতো হতে পারে।
ইনফ্লুয়েঞ্জা- আক্রান্ত ব্যক্তির লালা বা শ্লেষ্মার সংস্পর্শে এলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়ায়। তাই চুম্বনের আগে সাবধান।
;চুমু খাওয়ার আগে তাই সাবধান। অসুখ থাকলে পার্টনারের সঙ্গে দূরত্ব রাখুন।