6 March 2025

BY- Aajtak Bangla

রান্নাঘরের ভ্যাপসা বাজে গন্ধ কীভাবে দূর করবেন? সহজ টোটকা  

রান্নাঘরের ভ্যাপসা বাজে গন্ধ কীভাবে দূর করবেন? সহজ টোটকা  

সেই গন্ধ এমনই বাজে হয় যে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। কিন্তু এর সহজ সমাধান রয়েছে। 

=

বেশ কতগুলো টোটকা যদি মেনে চলেন তাহলে রান্নাঘরের দুর্গন্ধ সহজে দূর করা যায়। 

=

ভিনিগার ব্যবহার করলে রান্নাঘরের বাজে গন্ধ দূর করা যায়। হাল্কা গরম জলে ভিনিগার মিশিয়ে তা দিয়ে রান্নাঘর মুছুন। তাহলে গন্ধ চলে যাবে।

লেবুজলও খুব কার্যকরী। হাল্কা গরম জলে লেবুর রস মিশিয়ে সুতির কাপড় দিয়ে রান্নাঘর মুছন। 

এতে ঘরের গন্ধ দূর হবে। রান্নাঘরের আঁশটে গন্ধ চলে যাবে। বাসনও এভাবে পরিষ্কার করতে পারেন।

বেকিং সোডাও একইভাবে উপকারী। এই সোডা হাল্কা গরম জলের সঙ্গে মিশিয়ে তা দিয়ে রান্নাঘর পরিষ্কার করুন। 

কফিও রান্নাঘরের দুর্গন্ধ দূর করে। সপ্তাহে দু থেকে তিনদিন রান্নাঘরে কফি ছড়িয়ে রাখুন। তাহলে গন্ধ পালাবে। 

রান্নাঘরের ডাস্টবিন থেকেও গন্ধ বের হয়। সেই ডাস্টবিনও লেবুজল বা ভিনিগার দিয়ে পরিষ্কার করুন। তাহলে গন্ধ পালাবে।