এক স্প্রে-তে এগজস্ট ফ্যানের কালিঝুলি-তেলচিটে ভাব উঠবে; সহজ ট্রিক

21 MARCH 2025

BY- Aajtak Bangla

বেশিরভাগ বাড়িতেই বাথরুম ও রান্নাঘরের দুর্গন্ধ, ধোঁয়া, তেলকালি দূর করতে এগজস্ট ফ্যান লাগানো হয়।

এগজস্ট ফ্যান

এগজস্ট ফ্যানে রান্নাঘরের দুর্গন্ধ ও তেলকালি অনেকটাই বাইরে চলে যায়। তবে এগজস্ট ফ্যান দ্রুত নোংরা হয়। তাই নিয়মিত পরিষ্কার না করলে তেলকালি পড়ে যায়। ঝুল ধরে যায়। 

বারবার লোক ডেকে এটি পরিষ্কার করানোর কোনও মানে হয় না। তাই সপ্তাহে একদিন সময় করে এই কাজটা করলেই ঝকঝক করবে এগজস্ট ফ্যান। শুধু ট্রিকগুলি শিখে নিন।

এগজস্টের সুইচ বন্ধ রাখুন। এরপর শুকনো কাপড় দিয়ে এগজস্ট ফ্যানের বাইরের অংশ ঝেড়েমুছে নিন।

শুকনো কাপড়

ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় সাবান ও গরম জলের টবে ভেন্ট কভারটি ভিজিয়ে রাখুন। এরপর ভেন্ট কভারটি শুকিয়ে নিন।

ফ্যান পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।

এছাড়া পাত্রে দু'টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, দু'চামচ ভিনেগার, লেবুর রস ও এক কাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢালুন। এরপর ওই স্প্রে দিয়ে ফ্যানের ব্লেডে ঢালুন। এরপর দু'মিনিট অপেক্ষা করুন। এরপর কাপড়ের ঘষা দিলেই উঠে যাবে।

প্রয়োজন না পড়লে এগজস্ট ফ্যান চালাবেন না। বিদ্যুৎ অপচয় না করে সাশ্রয় করুন।