13 May, 2024
BY- Aajtak Bangla
রান্নাঘরের দেওয়াল বা গ্যাসের আশপাশে তেল চিটচিটে দাগ থাকে। রান্না করার সময় তেল ছিটকে পড়ে। ফলে ঘরের দেওয়ালে দাগ বসে যায়।
সেই দাগ উঠতে চায় না। দিনের পর দিন দাগ বসে গেলে রান্নাঘরের দেওয়ার রং বদলে যায়। দেখতে খারাপ লাগে। হাতও দেওয়া যায় না।
তবে একটা মাত্র লেবু ব্যবহার করে রান্নাঘরের তেল চিটচিটে দাগ তোলা যায়। সপ্তাহে একদিন লেবুর ব্যবহার করলেই হবে।
রান্নাঘরের দেওয়াল, ক্যাবিনেটের তেল চিটচিটে ভাব পরিষ্কার করতে একটি বোতলে লেবু ও ভিনিগার মেশান। তা স্প্রে করুন। কয়েক মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে তা মুছে নিন। দেখবেন দেওয়াল ঝকঝক করবে।
গরম জলেও রান্নাঘর পরিষ্কার করা যায়। এক কাপ গরম জলে দুই থেকে তিন ফোঁটা ডিশ ওয়াশার দিয়ে তা স্প্রে বোতলে রাখুন। তা স্প্রে করুন দেওয়ালে বা তেল চিটচিটে জায়গায়।
এভাবে কয়েক মিনিট রেখে পরে তা দিয়ে দেওয়াল বা চিটচিটে জায়গা মুছুন। দেখবেন পরিষ্কার হয়ে গেছে।
বেকিং সোডাও হল রান্নাঘর পরিষ্কারের একটি ভালো জিনিস। তেল এবং যে কোনও জেদি দাগ নিমেষে দূর করে বেকিং সোডা।
এছাড়াও বেকিং সোডা রান্নাঘরের সিঙ্ক, ড্রেন, ওভেন, গ্রিল, মাইক্রোওয়েভ এবং গ্যাস-সহ প্রায় সবকিছু পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে।