1st June, 2024

BY- Aajtak Bangla

ঝুল পড়া তেল চিটচিটে রান্নাঘর? এক পয়সাও খরচ না করেই হবে ঝাঁ চকচকে

বলা হয় রান্নাঘরে মা লক্ষ্মীর বাস। প্রতিটি রান্নাঘর পরিষ্কার রাখা প্রয়োজন।

তাহলে স্বাস্থ্যের পাশাপাশি মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায়। রান্নাঘরের প্রধান সমস‍্যা হল, প্রায়ই তেলকালি জমে। রান্নাঘরের দেওয়াল, স্ল্যাব ইত্যাদি তেল চিটচিটে হয়ে যায়।

তবে এবার আর চিন্তা নেই নিমেষে আপনার রান্নাঘর ঝাঁ চকচকে হবে তাও এক পয়সা খরচ না করেই।

রান্নার গ্যাসের পাশে স্ল্যাব পরিষ্কারের জন্য বাসন মাজার লিকুইড সাবান নিন। সেটি গরম জলে ঘুলে কাপড় দিয়ে ভাল করে স্ল্যাব মুছে নিন।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

রান্নার ওভেনও ভাল করে মুছে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

মাইক্রোওভেনের ক্ষেত্রে একটি বাটিতে জলের মধ্যে ভিনিগার মিশিয়ে তা ওভেনে গরম করে নিন। ১ মিনিট পর বের করুন।

মাইক্রোওভেনের ক্ষেত্রে একটি বাটিতে জলের মধ্যে ভিনিগার মিশিয়ে তা ওভেনে গরম করে নিন। ১ মিনিট পর বের করুন।

রান্না করার সময় গ্যাসের আশপাশের দেওয়ালের টাইলস মুছে নিন। একটি পাত্রে গরম জল ও বাসন মাজার লিকুইড সামান‍্য পরিমাণে গুলে নিন। তার মধ‍্যে কাপড় ডুবিয়ে মুছে নিন।

রান্নাঘরে সারাদিন কালো ঝুল পড়তে থাকে। এই ঝুলের দাগ দেওয়ালে পড়তে পড়তে একসময় তা ওঠানো কঠিন হয়ে যায়। তাই, প্রতি সপ্তাহে ঝুল ঝেরে নিন। এছাড়াও রান্না ঘরের জানলা মুছে নিন।