BY- Aajtak Bangla
27 June 2024
প্রত্যেকের বাড়িতেই কাঁচি রয়েছে। নানা কাজে লাগে কাঁচি।
রান্নাঘরে নানা কাজে লাগে কাঁচি। সবজি, ফল কাটতে অনেক সময়ই আমরা কাঁচি ব্যবহার করি।
কিন্তু অনেক সময়ই বাড়ির কাঁচিতে ধার থাকে না। ফলে কাটাকুটিতে সমস্যা হয়।
খবরের কাগজ দিয়েই ঘরের কাঁচির ধার বাড়াতে পারবেন। জেনে নিন পদ্ধতি... .
প্রথমে সংবাদপত্রের একটি পাতা নিন। সংবাদপত্রে কালো কালি থাকে। যা কার্বন সামগ্রী।
এবার কাগজটি ৪ ভাবে ভাঁজ করুন। কাঁচির ব্লেডগুলো পরিষ্কার করে ওই কাগজে রাখুন। ।
এমনভাবে রাখতে হবে, যাতে কাগজটি কাঁচির মাঝখানে আসে। এবার ঘষতে থাকুন। ।
কাঁচির দু'পাশে ঘষার পর হাল্কা গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন কাঁচি ধারালো হয়েছে।