BY- Aajtak Bangla
21 April, 2025
রান্নাঘরে কাজ করতে করতে অনেক সময়ই বেসিনে জল আটকে যায়।
আসলে পাইপে নোংরা ভরে যাওয়ার ফলে এটা হয়ে থাকে।
আর তাড়াহুড়োর সময় রান্নার সিঙ্কে জল উপচে পড়লে কারই বা মাথা ঠিক থাকে।
প্লাম্বার ডেকে সারিয়ে দিলেও দুদিন অন্তর অন্তরই এই ধরনের পা বেকুইপ জ্যাম হওয়ার ঘটনা ঘটছে।
তবে ঘরোয়া উপায়ে খুব সহজেই রান্নাঘরের বেসিনের পাইপ পরিষ্কার হবে।
আর তার জন্য দরকার রান্নাঘরের ৩ মশলার। তাতেই দারুণ কাজ হবে।
বেসিন পরিষ্কার করতে লাগবে লেবু, বেকিং সোডা, ভিনিগার ও গরম জল।
প্রথমে বেসিনের সিঙ্কে ১৫ মিনিটের জন্য কিছুটা বেকিং সোডা ও লেবুর রস ছড়িয়ে রেখে দিন।
১৫ মিনিট পর কিছুটা ভিনিগার ও গরম জল দিয়ে বেসিন ও সিঙ্ক পরিষ্কার করে নিন।
দেখবেন খুব ভাল ভাবেই জল যাচ্ছে বেসিন থেকে।