20 March, 2025
BY- Aajtak Bangla
আইপিএল জ্বরে কাঁপছে শহর। শনিবার, ২২ মার্চ ২০২৫, ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্রথম ম্যাচ।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এবং KKR-এর পক্ষ থেকে অনুরোধের পরেই মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে।
ম্যাচ শেষে এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত ১২টা ১৫ মিনিটে তিনটি বিশেষ মেট্রো ছাড়বে। রুট অনুযায়ী ট্রেনগুলির গন্তব্য হল:
দক্ষিণেশ্বর পর্যন্ত একটি মেট্রো কবি সুভাষ পর্যন্ত একটি মেট্রো হাওড়া ময়দান পর্যন্ত একটি মেট্রো
মেট্রোগুলি রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে এবং শেষ স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে।
বিশেষ পরিষেবার টিকিট বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।
স্মার্ট কার্ড এবং কাগজ ভিত্তিক QR টিকিট মিলবে। সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ ধার্য করা হবে।
প্রতি টিকিটে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ ধার্য করা হবে।
ইডেন গার্ডেন থেকে এসপ্ল্যানেড স্টেশন হাঁটার দূরত্বেই থাকায় দর্শকদের পক্ষে এটি আরও সুবিধাজনক হবে।