BY- Aajtak Bangla

বন্ধুদের প্রেম করতে দেখে মন খারাপ? জানেন সিঙ্গল থাকার কত ফায়দা

31 March, 2025

সকলে যখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ঘুরতে যান, আপনি তখন একা থাকেন।

বন্ধুদের ফোন করলে অথবা তাদের সঙ্গে বেরোতে চাইলেও পারেন না, কারণ তারা নিজেদের প্রেম নিয়ে ব্যস্ত।

এই নিয়ে মনে দুঃখ পুষে রাখেন। তবে বিশ্বাস করুন একা বা সিঙ্গল থাকারও কিছু লাভ রয়েছে।

একা বা সিঙ্গল থাকার সবচেয়ে বড় সুবিধা হল কারও কোনও দায়িত্ব নেই। যে যা বলছে তার বাইরে গিয়ে ভাবতে পারছেন।

নিজের সিদ্ধান্ত অনায়াসে নিতে পারছেন। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে।

ভালোবাসার সম্পর্কে থাকলে মানুষকে বহুদিক ভাবতে হয়। এমনকী থাকে পিছুটান। এবার সিঙ্গল থাকলে এখানেই সুবিধা।

সেক্ষেত্রে আপনি দূরে চাকরি করতে পারেন। এমনকী দেশের বাইরে গিয়ে কাজ করা যেতে পারে। বাবা-মা ছাড়া কারও জন্য মন খারাপ হওয়ার কারণ নেই।

এবার সিঙ্গল মানুষ নিজের অনুযায়ী চলতে পারেন। কারণ আপনি আছেন একা। সবকিছুই নিজের পছন্দমতো করতে পারেন।

নিজের সময় অনায়াসে সময় বের করে নিতে পারেন। নিজের সঙ্গে সময় কাটাতে পারেন। কে আপনাকে সময় দিল না দিল থোড়াই কেয়ার করেন।

আপনি সিঙ্গল মানে আপনি যা খুশি তাই করতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন কোনও বাধা নেই।