31 Oct, 2024
BY- Aajtak Bangla
সারা বছর সস্তায় ফুলকপি খেতে এই কাজ করুন, দাম নিয়ে ভাবতে হবে না
গরম কালে ফুলকপি সাধারনত পাওয়া যায় না।
তবে আমরা সারা বছরই ফুলকপি খেটে ভালবাসি। বাড়িতে টবেই করা যায় এই গাছ।
প্রথমে একটি বড় সাইজের পাত্র নিন এবং তাতে ৩ কাপ গোবর সার, ১ কাপ বালি, ২০ গ্রাম নিম সার ও মাটি মিশিয়ে ভরে নিন।
এর পরে, পাত্রে ২ থেকে ৩ ইঞ্চি গভীরতায় ভাল মানের ফুলকপির বীজ রোপণ করুন।
ফুলকপি গাছে বেশি জলের প্রয়োজন হয় না। তাই ফুলকপির গাছে দিনে মাত্র একবার জল দিন।
দেখবেন প্রায় এক মাস পর গাছে ফুলকপি উঠতে শুরু করবে। ফুলকপি বড় হয়ে গেলে ব্যবহার করতে পারেন।
এমনভাবে সারা বছরই বাড়িতে ফুলকপির চাষ করতে পারেন।
Related Stories
দিনে ৪ বার ব্রাশ করেও দুর্গন্ধ থেকে যায়? ৩ দিনে সমস্যা সমাধান
কাশ্মীরি ডাল চিকেন দুর্দান্ত রেসিপি, ভাত-রুটি ছাড়াই খাওয়া যায়
এই ধরনের ছেলেমেয়েরা প্রেমে আনলাকি, সম্পর্কে কাঁচা, খালি মন ভাঙে
টাইট জিন্স পরা ছেলেরা তাড়াতাড়ি পুরুষত্ব হারায়, কেন জানেন?