বিয়ারের খালি বোতল ফেলবেন না, ওটা দিয়েই এভাবে রোজগার করুন

11 MAY, 2024

BY- Aajtak Bangla

চড়া গরমের সময় ঘন ঘন বাড়িতে বন্ধুদের নিয়ে পানের আসর বসছিল। কয়েক দিনে ছাদের কোণে বেশ কয়েকটি বিয়ারের খালি কাচের বোতল জমেছে।

এই বোতলগুলি দেখতে এত সুন্দর হয় যে, ফেলতে ইচ্ছে করে না।

চাইলেই বিয়ারের ওই কাচের বোতলগুলি কাজে লাগাতে পারেন। জেনে ওই খালি বিয়ারের কাচের বোতল দিয়ে কী কী তৈরি করা যায়?

কাচের বোতলের গায়ে পেন্টিং করতে পারেন। তারপর বোতলের মধ্যে রঙিন এলইডি লাইন লাগিয়ে দিন। তারের অন্য প্রান্ত বোতলের মুখ থেকে বার করে রাখুন বিদ্যুৎ সংযোগের জন্য। বারান্দা, বাগান বা ঘর সাজাতে পারেন এই আলোর বোতলগুলি দিয়ে।

এই ধরনের লাইট লাগানো বোতল পরিচিতদের মধ্যে বিক্রি করতে টাকা রোজগার করতে পারেন।

এই কাচের বোতলগুলি তরল সাবান রাখার পাত্র হিসাবেও ব্যবহার করা যায়। শুধু বোতলের মুখে পাম্প ডিসপেন্সার লাগিয়ে দিতে হবে।

ডাল জাতীয় খাবার, সস বা ভিনিগার রাখতে পারেন ওই কাচের বোতলে। তাতে জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা কম। কাচের বোতলের মুখে কর্ক দেওয়া থাকলে তা বায়ুরোধ করতেও সাহায্য করে।

এছাড়াও তেল রাখার পাত্র হিসেবেও ব্যবহার করা যাবে ওই বিয়ারের খালি বোতলগুলি। শুধু ধুয়ে, মুছে পরিষ্কার করে নিতে হবে।

 পানীয়ের বোতলগুলিতে জলজাতীয় গাছ লাগাতে পারেন।