BY- Aajtak Bangla
2 June, 2025
হিন্দু ধর্মে তুলসী গাছের মতো কলাগাছকেও পবিত্র বলে মনে করা হয়।
তবে অনেক পণ্ডিত ঘরে কলাগাছ কখনওই লাগানো শুভ বলে মনে করেন না।
হিন্দুদের বিভিন্ন পুজো, উত্সবে কলা গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়।
কিন্তু বাড়িতে কলাগাছ লাগানো সৌভাগ্য না দুর্ভাগ্য, তা আসুন জেনে নিই।
কলা গাছকে জ্যোতিষশাস্ত্রেও পূজনীয় বলে মনে করা হয়। বৃহস্পতিবার মানুষ কলা গাছের পুজো করেন।
বিশ্বাস করা হয় যে নারায়ণ গাছে বাস করেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ কেন বাড়িতে কলাগাছ লাগান না কেন?
আসলে ভুল জায়গায় কলাগাছকে স্থাপন করলে তা অশুভ বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র মতে নিয়ম মেনে কলা গাছের ভাল ভাবে যত্ন নেন ও সঠিক জায়গায় লাগালে কলা গাছের দৌলতে ঘরে সুখ, সমৃদ্ধি লাভ হয়।
জোড়া কলাগাছ যদি বাড়িতে বাস্তু মেনে লাগানো হয় তাহলে সেই বাড়িতে কখনও অর্থ-সমৃদ্ধির অভাব হয় না।
কলা গাছ আসল রত্নের মতন, তাই এটি উত্তর-পূর্বে রোপণ করা উচিত। কলা গাছ সবসময় বাড়ির পিছনে লাগানো উচিত।