BY- Aajtak Bangla

ছেলেটি আপনার প্রেমে পড়েছে? বুঝুন এই ৭ লক্ষণেই

13th January, 2025

প্রেম-ভালোবাসা দারুণ এক অনুভূতি। আর এই প্রেমে পড়লে অন্য এক বিষয় কাজ করে মনের মধ্যে।

ছেলে বা মেয়ে দুজনেই প্রেমে পড়ার পর অদ্ভুত আচরণ করে। তবে কোনও ছেলে যদি কোনও মেয়ের প্রেমে পড়ে তাহলে তাঁর আচরণ একেবারে বদলে যায়।

আসুন জেনে নিই কোন কোন লক্ষণে বুঝবেন যে ছেলেটি আপনার প্রেমে পড়েছে।

কোনও ছেলে যখন আপনাকে পছন্দ করবে তখন সে আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে ধীরে ধীরে বেশি আগ্রহ দেখাতে শুরু করবে।

আপনার সঙ্গে সেই ছেলেটির কথা বলার ধরনও বদলে যাবে। অনেক বেশি আন্তরিকতা থাকবে সেখানে।

আপনার সঙ্গে সেই ছেলেটি সবসময়ই মুখোমুখি বসতে চাইবে। আপনার দিকেই সারাক্ষণ তাকিয়ে থাকতে চাইবে।

ছেলেটি আপনার প্রেমে পড়েছে তার অন্যতম একটি হলো তার পরিপাটি ভাব। ছেলেটি বারবার তার জিন্স-টি শার্ট ঠিক করবে, চুল এলোমেলো হয়ে গেল কি না তা দেখবে।

আপনার প্রতি তাঁর যত্ন আরও বেড়ে যাবে। আপনি কোথায় কখন কী করছেন বারবার জানতে চাইবে ছেলেটি।

একটি ছেলে যদি একটি মেয়ের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে তখন সে বিভিন্ন ছুতোয় মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করে।

আপনার সঙ্গে কথা বলার সময় ছেলেটি কিছুটা হলেও নার্ভাস হবে। তবে কথা বলবে ঠিকই। তাই ছেলেদের কথা বলার ধরন দেখেও বুঝে নেওয়া যায় ছেলেটি আপনার ওপর দুর্বল হয়ে পড়েছে কি না।