22 August, 2024

BY- Aajtak Bangla

কোন বয়সে কতটা ব্লাড প্রেসার থাকলে আপনি সুস্থ? জানুন

হাই ব্লাড প্রেসার এখন নিত্য সমস্যা। এর কারণে মাথা ঘোরা, দুর্বলতা বোধ করেন অনেকে। 

চলুন জেনে নিই নারী ও পুরুষের বিপি কতটা স্বাভাবিক

বিপি বাড়লে চোখের কাছে লাল দাগ, মাথা ঘোরা এবং ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ। 

২১ থেকে ২৫ বছর বয়সী মহিলাদের স্বাভাবিক বিপি ১১৫.৫-৭০.৫।

৩১ থেকে ৩৫ বছর বয়সী মহিলাদের ১১০.৫ থেকে ৭২.৫।  

৪০ থেকে ৫৯ বছর বয়সী মহিলাদের মধ্যে ১২২/৭৪ বিপি স্বাভাবিক। 

ষাটোর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে ১৩৯/৬৮ বিপি স্বাভাবিক।

৩০ বছরের বেশি পুরুষদের বিপি ১১৪.৫ থেকে ৭৫.৫।

৪০ বছর বয়সের পরে বিপি ১২৪/৭৭।

ষাটোর্ধ্ব পুরুষদের স্বাভাবিক বিপি ১৩৩/৬৯।