BY- Aajtak Bangla
3rd November, 2024
দৈনন্দিন জীবনে এমন কিছু জিনিস রয়েছে যা ব্যবহার করলেও, তার বাংলা বা ইংরাজি নাম জানি না।
সেরকমই হল কন্ডোম। যা খুবই প্রয়োজনীয় এক জিনিস।
সুরক্ষিত যৌন জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এই জিনিসটির বাংলা অর্থ কী জানেন?
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়। ।
তাই যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করা অবশ্যই দরকার।
আর যে জিনিসটির গুরুত্ব অপরিসীম, সেটারই বাংলা মানে কী তা মনে করতে হিমসিম খাচ্ছেন অনেকে।
কন্ডোমের বাংলা নাম বা অর্থ হল 'নিরোধ'। অর্থাৎ জন্মনিয়ন্ত্রণের জন্যে ব্যবহৃত লিঙ্গ-আবরক। এর অর্থ অবরোধ করা, বাধা দেওয়া, প্রতিরোধ বা নিবারণ করা।
এখন বাজারে বিভিন্ন কোম্পানি আলাদা আবাদা নামে কন্ডোম বিক্রি করে। তবে বহু বছর ধরেই 'নিরোধ' নামেরও কন্ডোম বিক্রি হয়। কন্ডোমের বাংলা নাম হল এই 'নিরোধ'।