BY- Aajtak Bangla

গায়ে ফেলুন একটু রসুনের তেল, তাহলেই খুলে বেরোবে যৌবন

23 April  2024

 শরীর তরতাজা রাখার জন্য প্রাকৃতিক উপাদানে ভরসা রাখা জরুরি। তাহলেই সুস্থ থাকবেন। এর মধ্যে অন্যতম রসুন।

বিশেষজ্ঞদের মতে, রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

তবে রসুনের থেকেও রসুনের তেল যেন ম্যাজিক। এই তেলের ব্যবহারে চিরযৌবন থাকবে। কীভাবে বানাবেন এই তেল? জানুন...

রসুনের খোসা গুঁড়ো করে অলিভ অয়েল মিশিয়ে কাঁচের শিশিতে রেখে রোদে দিন। তা হলেই তৈরি হবে এই তেল।

 রসুনের তেল মাখলে ত্বকের ফাঙ্গাল সংক্রমণ সেরে যায়। চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

রসুনের তেল মুখে লাগালে ব্রণের সমস্যা দূর হয়। মুখ একদম ঝকঝকে হয়ে যায়।

রসুনের তেল মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়।  

স্নানের জলে কয়েক ফোঁটা ফেলে দিন রসুনের তেল। তারপরে সেই জলে স্নান করলে সর্দি-কাশির সমস্যা সেরে যায়।

রসুনের তেলে খাবার বানিয়ে খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসও বশে থাকে।