BY- Aajtak Bangla

ঘরে লুকিয়ে ইঁদুর? শুধু রাখুন এই মশলা, বাবাগো-মাগো বলে পালাবে 

10 April  2024

ইঁদুর ঘরে ঢুকলে সবকিছু ছারখার করে দেয়। সব জিনিস কেটে শেষ করে দেয়।

 তাই ঘরে ইঁদুর ঢুকলে রাতের ঘুম উড়ে যায়। আর ইঁদুর মারাও সহজ কাজ নয়।

অনেকের বাড়িতেই ইঁদুর রয়েছে। ইঁদুর তাড়াতে বাজারের নানা স্প্রে, ওষুধ ব্যবহার করি। কিন্তু তাতে সবসময় কাজ দেয় না।

 তাই ঘর থেকে ইঁদুরকে একেবারে তাড়াতে এই টোটকা মানুন।

ঘরের কোণায় রেখে দিন লঙ্কা গুঁড়ো। এতে কাজ দেবে।

ঘরের যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে লঙ্কা গুঁড়ো রেখে দিন।

লঙ্কা গুঁড়ো একদম সহ্য হয় না ইঁদুরের। তাই এটি থাকলে পালাবে ইঁদুর।  

এছাড়া ফটকিরি, কর্পূর রাখতেও পারেন। তা হলেও ইঁদুর পালাবে।