BY- Aajtak Bangla

S দিয়ে শুরু নামের মানুষরা ঠিক কেমন, জানুন

11 DECEMBER, 2024

নামের আদ্যক্ষর দিয়েই নাকি বোঝা যায়, আপনি কেমন ধরনের মানুষ? আপনার স্বভাব-চরিত্র।

ইংরাজি বর্ণমালার ১৯ তম বর্ণ হল S। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলির বাসিন্দাদের মধ্যে S দিনে সন্তানের নাম রাখার প্রবণতা যথেষ্ট বেশি থাকে।

 নামের শুরুতে S যুক্ত মানুষ প্রায়ই দেখা যায় আশপাশে।  কেমন হন তাঁরা, যাঁদের নাম S দিয়ে শুরু?

S মানে নতুন শুরুয়াত। নতুন করে শুরু করতে সবচেয়ে ভাল পারেন S-দিয়ে শুরু হওয়া নামের মানুষরা।

 এঁরা খুবই অনুভূতিপ্রবণ হন। প্রচণ্ড পরিশ্রমী হন। তবে এঁরা স্বভাবে শান্ত।

এঁরা আকর্ষণীয় হন। প্রেম করতে এঁদের জুড়ি মেলা ভার।

অর্থ উপার্জনের ক্ষেত্রে এঁদের প্রচণ্ড ঝোঁক।

তবে, জীবনে চলার পথে এঁদের অনেক চড়াই-উতরাই আসে ।

S-রা একটু হুজুগ প্রিয়। অতীত নিয়ে অনুতাপ এঁদের স্বভাববিরুদ্ধ। এঁরা বর্তমানে বাঁচেন।

 S-দিয়ে শুরু হওয়া নামের মানুষরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানেন। তবে বাইরে থেকে বোঝা যায় না।