28 September, 2023
BY- Aajtak Bangla
বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেন আমাদের ঠোঁটের আকারের সঙ্গে আমাদের ব্যক্তিত্বের যোগসূত্র আছে।
জেনে নেওয়া যাক ঠোঁটের আকার অনুযায়ী ব্যক্তির ব্যক্তিত্ব।
পাতলা ঠোঁট পাতলা ঠোঁট যাদের আছে তাঁরা একা থাকতে পছন্দ করেন। এদেরকে আমরা ইন্ট্রোভার্ট বলেও চিনি।
ছোট ও মোটা ঠোঁট যাদের ছোট ও মোটা ঠোঁট থাকে তাঁরা সবকিছুর উপরে নিজেদের কৃতিত্ব ফলায়। কিন্তু তার মানে এই নয় যে তাঁরা স্বার্থপর।
বড় ও মোটা ঠোঁট যাদের এরকম ঠোঁট আছে তাঁরা সহানুভূতিশীল হয়। তাঁদের মধ্যে মাতৃত্বের প্রবৃত্তি থাকে।
মাঝারি আকারের ঠোঁট যাদের মাঝারি আকারের ঠোঁট হয় তাঁরা ভারসাম্যপূর্ণ জীবন বাঁচে।
উপরের ঠোঁট বড় যাদের উপরের ঠোঁট বড় হয় তাঁদের হৃদয় শক্ত হয়।
উপরের ঠোঁট পাতলা যাদের উপরের ঠোঁট পাতলা তাঁরা ক্রমাগত মজা করতে ভালোবাসে।