7 April, 2025
BY- Aajtak Bangla
বাড়ি থেকে বেরোনোর মুখেই এক শালিকের দেখা। ব্যস, মনটা খচখচ করতে শুরু করে দিল।
আসলে বহু বছর ধরেই এই এক শালিক দেখা নিয়ে এক বিশ্বাস রয়েছে যে এটা দেখার অর্থ খারাপ কিছু হওয়া।
কিন্তু কেন এক শালিককে অশুভ আর জোড়া শালিককে শুভ বলে মনে করা হয়, তা জেনে নিন এখানে।
আমাদের সমাজে জোড়া জিনিসকে শুভ বলে মনে করা হয়। জোড়ায় থাকা জিনিসকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে বিশ্বাস প্রচলিত আছে।
শালিক পাখি সাধারণত জোড়ায় থাকে। সেই কারণে একটি শালিক পাখি দেখাকে অস্বাভাবিক ও অশুভ বলে মনে করা হয়।
এই ধারণা থেকেই অনেকে মনে করেন যে সকালে কোনও দরকারি কাজে বেরোনোর মুখ এক শালিক দেখতে কাজ পণ্ড হয়ে যেতে পারে।
এই ধারণার পাশাপাশি অনেকে মনে করেন, তিন শালিক চিঠি বা অতিথির আগমন বার্তা নিয়ে আসে এবং চার শালিক আনন্দ সংবাদের ইঙ্গিত দেয়।
অনেকে আবার মনে করেন, একসঙ্গে চার-পাঁচজন যদি একই সঙ্গে এক শালিক দেখেন, তাহলে এর খারাপ প্রভাব কেটে যায়।
এক শালিক দেখা অশুভ ও জোড়া শালিক দেখা শুভ, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।