BY- Aajtak Bangla
28 June 2024
হিন্দু ধর্মে শাঁখ বা শঙ্খের বিরাট মাহাত্ম্য রয়েছে। মনে করা হয়, শাঁখের মধ্যে মা লক্ষ্মী বাস করেন।
পুজো বা কোনও শুভ অনুষ্ঠানে শাঁখ লাগেই। তাই হিন্দুদের ঘরে শাঁখ থাকেই।
বাস্তু মতে, ঘরে ঠিক করে শাঁখ রাখলে সৌভাগ্যবান হবেন। জেনে নিন নিয়ম...
বাস্তু মতে, বাড়িতে ঠাকুরঘরে পরিষ্কার জায়গায় শাঁখ রাখুন। কোনও লাল বা হলুদ কাপড়ের উপর শাঁখ রাখা শুভ।
প্রত্যেক বার শাঁখ ব্যবহারের পর তা ধুয়ে রাখুন। শাঁখে ফুঁ দেওয়ার পর শাঁখের মুখে গঙ্গাজল ঢালুন।
শাঁখ কখনও মাটিতে বা মেঝেতে রাখবেন না। শাঁখের গায়ে যেন জল না লাগে, সেট খেয়াল রাখবেন। ।
শাঁখ রাখার সময় তার মুখ যেন উপর দিকে থাকে। তা হলে ঘরে ইতিবাচক শক্তি আসে।
শাঁখ সবসময় বাড়িুর পূর্ব দিকে রাখুন। এতে শুভ প্রভাব পড়ে সংসারে।
বাস্তু মতে, পুজোর পর শাঁখে গঙ্গাজল ভরে তা ঘরের চারপাশে ছড়িয়ে দিন। এতে অর্থলাভ হতে পারে। আর্থিক উন্নতি হবে।