05 January, 2024

BY- Aajtak Bangla

চিকেন পক্সের লক্ষণ কী কী? জেনে নিন

নতুন বছরের শুরুতে অনেকেই চিকেন পক্সে আক্রান্ত হচ্ছেন।  

চিকেন পক্স হয়েছে কি না, কী করে বুঝবেন?

চিকেন পক্সের প্রাথমিক লক্ষণ হল, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। 

শরীরে ব্যথা বোধ করতে পারেন।  

চিকেন পক্স হলে দেহের বিভিন্ন অংশে র‌্যাশ বেরোয়। 

 র‌্যাশ বেরোনোর পর চুলকানি হয়। 

বুকে, পেটে, মুখমণ্ডলে র‌্যাশ  বেরোয়। 

জলভরা ফোস্কার আকার নেয় র‌্যাশ।