25 May, 2024
দাড়ি কাটা বা শেভিং করাও পুরুষদের জীবনের একটি বড় কাজ। পুরুষ মানুষ তার সুবিধা অনুযায়ী সপ্তাহ বা দিনের একটা নির্দিষ্ট সময়ে দাড়ি কাটেন বা ট্রিম করেন বা সেলুনে গিয়ে কাটিয়ে আসেন।
কেউ প্রতিদিন বা সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিনে সকাল সকাল দাড়ি কামান। কেউ আবার ছুটির দিনে স্নানের সময় দাড়ি কাটেন। অনেকে আবার কাজ থেকে ফিরে রাতে শোয়ার আগে দাড়ি কামান।
প্রশ্ন হল দাড়ি কামানোর সঠিক সময় কোনটি? সকালে স্নানের আগে না পরে, সন্ধ্যায় সব কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে নাকি সকালে ঘুম থেকে উঠে মুখ-হাত ধোয়ার সময় দাড়ি কাটা উচিত?
আসলে ছেলেদের দাড়ি কাটার কোনও নির্দিষ্ট সময় নেই বললেই চলে। যে যার সুযোগ-সুবিধা মতো এই কাজটি সেরে থাকেন। তবে দিনের মধ্যে কিছু সময় দাড়ি কাটা সবচেয়ে ভাল।
বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে, বেশিরভাগ পুরুষই স্নান করার আগে শেভ করতে পছন্দ করেন। স্নানের আগে শেভ করলে স্নানের সময় সতেজতার অনুভূতি পাওয়া যায়।
স্নানের পরে আপনার চুল এবং ত্বক খুব নরম হয়ে যায়। এই সময় ত্বককে বেশি ধকল না দিয়ে দাড়ি কামানো সম্ভব। এই সময় চুল-ত্বক খুব নরম থাকায় দাড়ি কাটার পর জ্বালা করা বা কেটে যাওয়ার আশঙ্কা খুব কম থাকে।
পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা সারাদিনের সব কাজ শেষ করে রাতে ঘুমানোর আগে শেভিং করেন। এই সময় দাড়ি কাটলে শেভিংয়ের আগে বেশ কিছুক্ষণ মুখ ও দাড়ি জলে ভাল করে ভিজিয়ে নেওয়া ভাল।
রাতে দাড়ি কাটার সময় শেভিং ফোম ব্যবহার করলে ত্বক আর দাড়ি দ্রুত নরম হয়ে যায়, ফলে দাড়ি কাটা সহজ এবং আরামদায়ক হয়ে যায়।
খেয়াল রাখবেন, সব সময়েই দাড়ি কাটার পর ফটকিরি বা আফটার শেভ লোশন মেখে নিতে ভুলবেন না। এতে কাটা-ছড়া থেকে ইনফেকশনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।