BY- Aajtak Bangla

বিবাহিত স্ত্রীরা, স্বামীকে ধোঁকা দেয় তার পিছনে আসল কারণ কী জানেন?

14 July, 2024

প্রেম হোক কিংবা বিয়ে। বৈধ হোক কিংবা অবৈধ। সম্পর্কে ধোঁকা দেওয়ার রীতি চলে আসছে মান্ধাতার আমল থেকেই। 

ছেলেদের ঠকানোর হার বেশি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েরাও ছেলেদের ঠকায়। মেয়েরা কেন বা কখন ছেলেদের ঠকায় জানেন?

কোনও কোনও মেয়ের ক্ষেত্রে দেখা যায় তাঁরা একজন সঙ্গীতে সুখী হতে পারেন না। তাঁরা একজনের সঙ্গে বেশিদিন থাকতে পারেন না।

কিছুদিন যেতে না যেতেই সঙ্গীকে একঘেয়ে মনে হতে থাকে। তখনই তাঁরা সঙ্গীকে ঠকিয়ে অন্য সঙ্গী খোঁজে।

কোনও সম্পর্কে আবেগ থাকা খুবই জরুরি। কখনও কখনও দেখা যায় একজন আরেকজনের আবেগকে মর্যাদা দিতে চায় না। তখনই বিরোধ দেখা দেয়। 

আর তখনই মেয়েরা পুরনো সঙ্গীকে ঠকিয়ে নতুন এমন একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, যে তাঁর আবেগকে বুঝবে, তাঁকে সম্মান দেবে।

কোনও কোনও মেয়ের মধ্যে প্রচণ্ড পরিমানে প্রতিহিংসা স্পৃহা থাকে। সঙ্গী যদি আগে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে। 

সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সেও তখন সঙ্গীরকে ঠকানোর পরিকল্পনা করে। 

অনেক সম্পর্কই ভেঙে যায় যৌন সম্পর্কের কারণে। সম্পর্কে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে যৌন তৃপ্তি পেতে চায়।

অনেকক্ষেত্রেই স্ত্রী বা প্রেমিকা যতটা সুখ চায়, স্বামী তা পূরণ করতে পারছে না। তখনই মেয়েরা এমন কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, যে তাঁকে তৃপ্তি দিতে পারে। 

অনেক সম্পর্ককেই বাইরে থেকে সুখী বলে মনে হয়। কিন্তু দেখা যায়, সব থাকা সত্ত্বেও কীসের যেন অভাবে সম্পর্কে একটা টানহীন ভাব অনুভূত হতে থাকে।

এইরকম অবস্থায় মেয়েরা বেশিদিন মানিয়ে চলতে পারে না। তখনই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়।