05 AUG, 2023

BY- Aajtak Bangla

কোন প্রাণীর ৩টি হার্ট ও ৯টি মস্তিষ্ক আছে জানেন?

জানেন কী পৃথিবীতে একটি বিশেষ প্রাণী আছে যার শরীরে তিনটি হার্ট ও ৯টি মস্তিষ্ক আছে। এবং কেন আছে জানলে অবাক হতে হয়!

এই বিশেষ প্রাণীটির নাম অক্টোপাস! অক্টোপাসের শরীরে তিনটি হার্ট থাকে। যা তাদের শরীরে রক্ত সঞ্চালনের কাজে লাগে।

অক্টোপাসের আটটি বাহু আছে। জানলে অবাক হবেন ওই আটটি বাহুতে একটি করে মস্তিষ্ক আছে ওদের। এমন একটি মস্তিষ্ক মাথার কাছে।

এর ফলে অক্টোপাস তার শরীরের চারপাশ সম্পর্কে অবগত থাকে।

এছাড়াও অক্টোপাসের দেহে একটি থলি থাকে। যা থেকে কালো কালির মতো কিছু বের হয়।

যখন অক্টোপাস বিপদে পড়ে, তখন সে ওই থলি থেকে কালি ছোড়ে। এতে কিছুক্ষণের জন্য অন্য প্রাণী অন্ধ হয়ে যায়!

তাছাড়া স্ত্রী অক্টোপাস প্রায় দেড় লক্ষ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হবার পর মা অক্টোপাস মারা যায়।

অক্টোপাসের রক্তের রঙ নীল হয়। এই সব তথ্য উঠে এসে বিভিন্ন গবেষণায়!

অক্টোপাস একটি ভয়ঙ্কর প্রাণী এমনটাই বোঝা যাচ্ছে।