BY- Aajtak Bangla

কোন দেশের জাতীয় পাখি মুরগি? জানুন

30 June, 2025

চিকেন বা মুরগীর মাংস পাতে পড়লে আর কোনও দিকেই মন থাকে না।

গরম ভাতে চিকেন কষা বা চিকেনের ঝোল দিয়ে খেতে ভালই লাগে।

চিকেন কাবার বা রোস্ট সামনে আসলে লোভ সামলানো বেশ মুশকিল।  

কিন্তু এই মুরগি কিন্তু একটি দেশের জাতীয় পাখি।

প্রতিটি দেশই নির্দিষ্ট একটি জাতীয় পশু বা জাতীয় পাখি নির্বাচিত করে।

মুরগি শুনলেই রকমারি স্বাদের বিভিন্ন আইটেমের কথা মাথায় আসে।

কিন্তু এই পাখিটি যে জাতীয় পাখি হতে পারে কোনও দেশের তা আমরা ভেবেও দেখি না।

উত্তরটি হল আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় পাখি হল শ্রীলঙ্কার জঙ্গল ফাউল।

এই পাখিটি শ্রীলঙ্কার বিভিন্ন জঙ্গল এলাকাতেই একমাত্র দেখা যায়। এটি মুরগি-র একটি প্রজাতী। এক বন মুরগিও বলে থাকেন অনেকে।

এই জঙ্গল ফাউল শুধু শ্রীলঙ্কাতেই বনাঞ্চলে পাওয়া যায়। বনমুরগির দৈর্ঘ্য কমবেশি ৩৫ সেন্টিমিটার এবং ওজন ৫১০-৬৪৫ গ্রাম হয়ে থাকে।