28 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

বাস ড্রাইভারের দরজার গেটে 'পাইলট' কেন লেখা থাকে?

কলকাতার পরিবহণের অন্যতম হল বেসরকারি বাস। তিলোত্তমার কালো পিচের ওপর দিয়ে নীল- হলুদ এই বাস সকলের নজর কাড়ে। 

শুধু তাই নয়, কিছু বাসের পিছনে আকর্ষণীয় কিছু লাইন দেখা যায়। 

বাসের পিছনে মজাদার কবিতা, গানের লাইন বা উক্তি নজর কাড়ে।

সেরকমই আরও একটি মজাদার বিষয় হল চালকের আসনে লেখা পাইলট।

সকলেই জানেন বিমান চালকদের পাইলট বলা হয়। তবে বাস চালকের দরজার দেওয়ালে লেখা পাইলটের কী অর্থ? এর কারণ জানলে তীব্র হাসি পাবে।

নীল-সাদা হোক বা লাল-হলুদ কিংবা মিনি বাস চালকের দরজায় পাইলট লেখা থাকে। এর কারণ কী জানলে অবাক হবেন।

এর কারণ হল অসংখ্য যাত্রী নিয়ে তাঁদের জীবন ও সুরক্ষার কথা মাথায় রেখে গাড়ি চালানো হয়। বাস চালক ও বিমান চালকের কাজের প্রাথমিক দায়িত্ব অনেকটা একইরকম।

ইংরেজিতে পাইলট কথার সহজ অর্থ হল যিনি স্টিয়ারিং বা গাইড করেন। মানুষের প্রাণ বাঁচিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে তাদের ওপর।

বিমান চালককে পাইলট ও ট্রেন ড্রাইভারকে লোকো পাইলট বলা হয়। ঠিক সে কারণেই বাসের ড্রাইভারের দরজায় পাইলট লেখআ হয়।