BY- Aajtak Bangla
2nd November, 2024
দিঘা, পুরী, দার্জিলিং বাঙালির নস্ট্যালজিয়া। ছোট খাটো ছুটি পেলে অনেকেই এইসব জায়গায় যান।
বাঙালিদের সবচেয়ে কাছের ডেস্টিনেশন আজও দিঘা। যার আকর্ষণ একফোঁটাও কমেনি।
গ্রীষ্মের ছুটি হোক কিংবা দোল, বড়দিনের ছুটি! বেড়াতে যাওয়া মানেই দিঘা।
কিন্তু জানেন কি প্রথমদিন থেকে দিঘার নাম দিঘা ছিল না। তাহলে এই দিঘা নাম এল কোথা থেকে? আসলে 'দিঘা' নামের নেপথ্যেও রয়েছে এক অজানা ইতিহাস।
অষ্টাদশ শতাব্দীতে বাংলা-বিহার-উড়িষ্যার মসনদে মীরকাশিমকে নবাব হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ।
কিন্তু নবাবের সাম্রাজ্যের 'চাকলা মেদিনীপুর'রের দায়ভার কোম্পানির হাতে। এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল 'বীরকুল পরগণা' নামে একটি অঞ্চল।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সেই সময়েই ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন এই বীরকুল এলাকা।
এলাকার আবহাওয়া তাঁকে মোহিত করেছিল। এরপর তিনি এলাকার নাম দেন 'প্রাচ্যের ব্রাইটন'।
১৭৮০ সালে লেখা একটি চিঠিতে গভর্নর ওয়ারেন হেস্টিংস বীরকুলকে 'প্রাচ্যের ব্রাইটন' বলে উল্লেখ করেছিলেন।
তবে এই দিঘার নামই যে একসময় বীরকুল ছিল, তা হয়ত বাঙালিদের অনেকেরই অজানা।