27 May, 2025

BY- Aajtak Bangla

দিঘার আসল নাম কী? কালঘাম ছুটছে অনেকেরই

বাঙালি ৩-৪ দিনের ছুটি পেলেই দিঘা, পুরী, দার্জিলিং ঘুরে আসেন। বাঙালির কাছে এই ৩ জায়গা নস্ট্যালজিয়া।

বাঙালির কাছের ডেস্টিনেশন আজও দিঘা। যার আকর্ষণ একফোঁটা কমেনি।

দিঘায় যেতে সকলেই বেশ ভালবাসেন। অল্প ছুটি পেলেই বাঙালিরা দৌড়ে যান দিঘাতে।

কিন্তু জানেন দিঘার নাম প্রথম থেকে দিঘা ছিল না। তাহলে এই জায়গার নাম দিঘা এল কোথা থেকে। রয়েছে এক অজানা ইতিহাস।

অষ্টাদশ শতাব্দীতে বাংলা-বিহার ওড়িষার মসনদে মীরকাশিমকে নবাব হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।  

কিন্তু নবাবের সাম্রাজ্যের চাকলা মেদিনীপুরের দায়ভার কোম্পানির হাতে। এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকূল পরগণা নামে একটি অঞ্চল।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সেই সময়েই ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন এই বীরকূল এলাকা।

এই এলাকার আবহাওয়া তাঁকে মোহিত করেছিল। এরপর তিনি বীরকূলের নাম দেন প্রাচ্যের ব্রাইটন।

১৭৮০ সালে লেখা একটি চিঠিতে গর্ভনর ওয়ারেন হেস্টিংস বীরকূলকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন।

তবে এই দিঘার নামই যে একসময় বীরকূল ছিল, তা হয়তো বাঙালিদের অনেকেরই অজানা।