20 March,, 2023
BY- Aajtak Bangla
আপনি কি প্রায়ই চিন্তা করার সময় আঙুল ফাটানো শুরু করেন?
এই অভ্যাস ভালো না খারাপ বা দিনে কতবার আঙুল ফাটানো যেতে পারে?
মাঝে মাঝে আঙুল ফাটালে কোনও ক্ষতি হয় না। প্রতিদিন করলে সাবধান!
এই অভ্যাস অসুস্থ করে তুলতে পারে। বারবার আঙুল ফাটলে আঙুলের জয়েন্টগুলো দুর্বল হয়ে যায় এবং আঙুলগুলো আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বারবার আঙুল চটকালে হাতের মুঠো দুর্বল হয়ে যেতে পারে। স্নায়ু ও পেশীর ক্ষতি হতে পারে।
বারবার আঙুল ফাটলে জয়েন্টে ফুলে যায়। ব্যথা ও অস্বস্তি হয়। আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়।
জয়েন্টগুলিতে থাকা সাইনোভিয়াল তরল কমতে পারে। যা জয়েন্টেরও ক্ষতি করে।
জয়েন্টের নরম টিস্যু দুর্বল হয়ে যায়। জয়েন্ট ডিসলোকেটেড হওয়ার আশঙ্কা থাকে।
শিশুদের আঙুলের হাড় দুর্বল হওয়ার কারণে বেশি বিপজ্জনক।
তাই কথায় কথায় আঙুল ফাটানো বন্ধ করুন। নইলে মুঠো দুর্বল হয়ে যাবে।